বিশেষ প্রতিনিধি টরন্টো: কানাডার টরন্টোতে প্রবাসী বাঙালী কবি, সাহিত্যিক, কলামিস্ট, শিক্ষাবিদ, সংগীত শিল্পী, নাট্যকার, টিভি ব্যক্তিত্ব, শিল্পপতিসহ নানান পেশার মানুষদের এক মিলন মেলার আয়োজন করেছিল নিকাস কানাডা নামের একটি অলাভজনক সংগঠন।
স্থানীয় সময় ২৪ আগস্ট বিকেলে টরন্টোর রয়্যাল লিজেয়ন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিডিয়া পার্টনার হিসাবে আরটিএনএন ও স্থানীয় বাংলা পত্রিকা ভোরের আলো এবং দুই বাংলার বিশিষ্টজনদের, যারা বিভিন্ন ক্ষেত্রে কানাডার মূল ধারায় ও বাঙালী কমিউনিটিতে অবদান রেখে যাচ্ছেন, আ্যওয়ার্ড দিয়ে সম্মানিত করে নিকাস কানাডা।
অনুষ্ঠানে আরটিএনএন-এর পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন শাহীন সিদ্দিকী।
অনুষ্ঠানে আ্যওয়ার্ড প্রাপ্তরা তাদের আজকের এ অবস্থানে উঠে আসার কাহিনী শোনালেন। আশার প্রদীপ জানালেন নতুন প্রজন্মের কাছে।
জয়দেব সরকার শোনালেন কিভাবে কপর্দকশূণ্য এক ইঞ্জিনিয়ার থেকে একজন শিল্পপতি হওয়া যায়, মইনুল আলম বললেন কিভাবে একজন নামকরা জার্নালিস্ট ও লেখক হওয়া যায়। ফুয়াদ চৌধুরী শোনালেন তার নাট্যকার হওয়ার গল্প, পামেলিয়া খালেদ বললেন গার্মেন্টস নারী শ্রমিকদের দুর্দশার কথা। গ্রন্থকার ও ফটোজার্নালিস্ট কলকাতার শান্তিময় সন্যাল রোমন্থন করলেন নয় বারের গোল্ড মেডেল পাওয়ার গল্প, যার রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি।
সাথে যোগ হয়েছিল সুমন মালিকের ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ এবং শাশ্বত সেনের ‘পুরোনো দিনের কথা মনে পড়ে যায়’সহ মনভোলানো সংগীত।
দর্শকদের মুহুর্মুহু করতালিতে মুখরিত ছিল অনুষ্ঠানের পুরো সময়টুকুই।
অনুষ্ঠানে কমিউনিটিকে ক্রমাগতভাবে সাহায্য করে যাচ্ছেন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসাবে রয়্যাল কানাডিয়ান মাউন্ট পুলিশ, জেট এয়ারওয়েজ ও টার্কিশ কনসাল জেনারেল গখন টয়কে সম্মাননা দেয়া হয়।
আ্যাওয়ার্ড উৎসব উপলক্ষ্যে নিকাস কানাডা একটি স্মারকগ্রন্থ বের করে।
এতে বাণী প্রদান করেন কানাডার গভর্নর জেনারেল ডেভিড জনস্টন, প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, লে: গভর্নর ডেভিড অনলি, অন্টারিও প্রিমিয়ার ক্যাথরিন উইলি, আরসিএমপি কনস্ট্যাবল সুপারিনটেনডেন্ট, পুলিশ চিফ উইলিয়াম ব্লেয়ার, ক্লিনটন ফাউন্ডেশনের বিল ক্লিনটন প্রমুখ।
পুরো অনুষ্ঠানজুড়ে নিকাস কানাডার প্রতিষ্ঠাতা ও সিইও কয়েস আহমেদের উৎসাহ প্রদান ছিল চোখে পড়ার মত। স্বাগত ভাষণ দেন সংগঠনটির প্রেসিডেন্ট প্রাক্তন নাসা সাইন্টিস্ট ড. জাহাঙ্গীর মিয়া ও অনুষ্ঠানটি পরিচালনা করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ফিন্যান্স ডিরেক্টর জহুরুল ইসলাম, সিএ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড. আব্দুল আউয়াল, মাহবুবুর রব চৌধুরী, এস আর চৌধুরী রেশাদ, উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে দিনা সাইদ, নবী খন্দকার, ড. মুরাদ বখত, প্রফেসর মাহমুদা নাসরীন, মালিহা মনসুর, জসিম মল্লিক, টিভি উপস্থাপক সোহেলী কণা প্রমুখ।
২৫ আগস্ট, ২০১৪
আর টি এন এন